ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জার্মানি ‘দখলদারিত্বের’ অধীনে রয়ে গেছে: পুতিন

আল আমিন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০০:৫৯

আল আমিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০০:৫৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র এখনও জার্মানিতে তার দখলদারিত্ব বজায় রেখেছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আত্মসমর্পণের কয়েক দশক পরও জার্মানি এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও উল্লেখ করেছেন তিনি।

রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ সাগরে পাইপলাইনে বিস্ফোরণের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়ায় বোঝা যায় দেশটি এখনও ‘দখলদারিত্বের’ অধীনে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আত্মসমর্পণের কয়েক দশক পার হলেও স্বাধীনভাবে কাজ করতে পারছে না জার্মানি।

রাশিয়ান টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ইউরোপীয় নেতারা তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বোধ হারানোর জন্য কার্যত ঝাঁপিয়ে পড়েছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: