ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস; ৮ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩ ২০:৫৩

আল আমিন
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩ ২০:৫৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ঘটনা ঘটে। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলও। স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা ইতোমধ্যে কয়েকটি মরদেহ বের করে এনেছেন। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বেশ কিছুসংখ্যক লোক। জীবিত ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: