
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে টানা ৩২ দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতভা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন সাংবাদিক। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইরিনা আরও বলেন, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার মিডিয়া কর্মীরা। আহতদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের রিপোর্টার।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: