
আন্তর্জাতিক ডেস্ক : রমজান উপলক্ষে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টায় আনা হয়েছে পরিবর্তন।
দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
নতুন আদেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রমজানে আরব আমিরাতে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার নয়টা থেকে ১২টা পর্যন্ত চলবে অফিস।
সেই হিসেবে সোম থেকে বৃহস্পতি সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবারের কর্মঘণ্টা তিন।
রমজানের শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগও দেওয়া হবে। সূত্র: খালিজ টাইমস।
আপনার মূল্যবান মতামত দিন: