
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
এর আগে শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম ধাপের লক্ষ্য অর্জিত হয়েছে ঘোষণা দিয়ে বলেন, দ্বিতীয় ধাপে তাদের লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চল।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জানিয়েছে সমগ্র ইউক্রেন দখল করতে ব্যর্থ হয়ে রাশিয়া দেশটিকে দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছে।
রুশ সেনাবাহিনীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ অভিযোগ করে বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তর এবং দক্ষিণ কোরিয়া সৃষ্টি করতে চাচ্ছে। রুশ সেনা দখলকৃত অঞ্চলে ইউক্রেনের সেনারা শিগগিরই গেরিলা পদ্ধতিতে আক্রমণ শুরু করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গেরিলা যুদ্ধ এমন এক ধরণের যুদ্ধ পদ্ধতি যেখানে ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়।
সূত্র: গার্ডিয়ান
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: