ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম বাড়ছেই

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ০১:০৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ০১:০৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম বাড়ছেই। বুধবার (৮ মার্চ) পাকিস্তানি রুপির দর রেকর্ড শূন্য দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে ডলারের বিপরীতে মুদ্রাটির দর বাড়লো।

বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়, এদিন সকালে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৭৭ দশমিক ৩৮ রুপিতে। সেই হিসাবে পাকিস্তানের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গ্রিনব্যাকের বিপরীতে রুপির মূল্যমান ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশ।

গত জানুয়ারিতে পাকিস্তানের অভ্যন্তরীণ ও বাহ্যিক ঋণের মজুত দাঁড়িয়েছে ৫৫ ট্রিলিয়ন রুপি। বিদেশ থেকে ব্যাপক অর্থ সহায়তা পাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে দেশটিতে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের সরবরাহ বেড়েছে। ফলে রুপির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কেন্দ্রীয় সরকারের মোট ঋণের মজুত ১৫ শতাংশ বেড়েছে।

আন্তর্জাতিক মুদ্রাবাজারে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে ডলারের দাম। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।



আপনার মূল্যবান মতামত দিন: