
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি সবাইকে এমনকি যারা তাকে হত্যার চেষ্টা করেছে তাদেরকেও দেশের স্বার্থে ক্ষমা করতে প্রস্তুত রয়েছেন।
ডনের খবরে বলা হয়েছে, আসন্ন পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক নির্বাচনে দলের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরুর সময় ইমরান খান এই মন্তব্য করেন।
গত বছরের নভেম্বরে পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহ ওয়ালা চকে হাকেকি আজাদির (প্রকৃত মুক্তি) মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ইমরান খান। তার দলের একজন কর্মী নিহতসহ আহত হন অন্তত ১৪ জন।
ওই ঘটনার জন্য ইমরান খান বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, ইন্টারসার্ভিস ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেছিলেন। এমনকি এই তিনজনের পদত্যাগও দাবি করেছিলেন তিনি।
শনিবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন করে ইমরান খান বলেন, আমি সকলের সাথে কথা বলতে এবং আপস করতে প্রস্তুত। পাকিস্তানের আসন্ন অবস্থা বিবেচনায় তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে মন্তব্য করেন। ইমরান খান বলেন, এই সংকট দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে হত্যার চেষ্টা হয়েছিল এবং আমি জানি কারা এটা করেছিল। কিন্তু দেশের স্বার্থে আমি তাদের ক্ষমা করতে প্রস্তুত। এ সময় ইমরান খান হযরত মুহাম্মদ (সা.) এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শিক্ষার উদাহরণ টানেন।’
ইমরান খান বলেন, দেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে তার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এটা আমার ইগোর বিষয় নয় বরং দেশের বিষয়। সংস্কারের জন্য বিচারবিভাগসহ সকল প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ইমরান খান আরও বলেন, একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয় এবং নিজেরা দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তখন, কোনো কিছুই ‘অসম্ভব নয়’।
আপনার মূল্যবান মতামত দিন: