
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানীর একটি জ্বালানি স্টোরেজ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ মার্চ) রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় ঘটা ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানা যায়। খবর: জাকার্তা পোস্ট, এপি ও টাইমস অব ইন্ডিয়া’র।
বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ডিপোর আশেপাশের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় বলে জানায় দেশটির কর্মকর্তারা।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীর ব্যাপক মাত্রায় পুড়ে গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২৬০ জন এবং ৫২টি গাড়ি এতে কাজ করে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি পারতামিনা’র নিয়ন্ত্রণাধীন তেলের ডিপো প্লাম্পাং থেকে দেশটির ২৫ শতাংশ তেলের সরবরাহ নিশ্চিত করা হয়। তবে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, আগুনের পরও দেশে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: