
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা-সহ উত্তরাঞ্চলের নানা প্রান্তে শক্তিশালী শীতকালীন ঝড় বইছে। এর জেরে বুধবার রাত থেকে এক হাজার তিনশ’র বেশি ফ্লাইট বাতিল করল দেশটির একাধিক বিমান সংস্থা।
জানা গেছে, বুধবার রাত পৌনে ৮টা থেকে আমেরিকার মোট ১৩২৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্স কোম্পানি নামে দুটি বিমান সংস্থাই বাতিল করেছে ১০৩৫টি ফ্লাইট। আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও বিদেশে যাওয়ার বিমানযাত্রাও বাতিল করেছে ওই সংস্থা দু’টি।
এছাড়াও ২০৩০টি ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এসব তথ্য জানিয়েছে।
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, ইতোমধ্যেই উত্তরাঞ্চলের সমতলের কিছু অংশ, আপার মিডওয়েস্ট-সহ দেশটির বিভিন্ন রাজ্যে প্রতি ঘণ্টায় ২ ইঞ্জি পুরু বরফ পড়তে শুরু করেছে। সেই সঙ্গে বইছে ঝড়ো বাতাসও। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া বিমানযাত্রায় প্রভাব পড়বে। সূত্র: ইউএসনিউজ, রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: