ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। এবারও দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতয় প্রদেশে ভূকম্পন আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৪। তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রাত ৮টা মিনিটে ডেফনে শহরে ভূমিকম্পটি আঘাত হানে। উত্তরে ২০০ কিলোমিটার দূরে আন্তাক্যা ও আদানাতে তা প্রবলভাবে অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) এই অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের এই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।



আপনার মূল্যবান মতামত দিন: