
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার বাড়ির সামনে হাজার হাজার নেতা-কর্মীরা জড়ো হয়েছে। খবর দ্য ডনের।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করার মামলায় ইমরান খান তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার আদালত সে আবেদন খারিজ করে দেন।
এরপর থেকেই নেতা-কর্মীদের মধ্যে ইমরান খান গ্রেপ্তার হতে পারেন এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই গ্রেপ্তার ঠেকাতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নারী-শিশুসহ পিটিআই সমর্থকেরা জামান পার্কে ইমরানের বাড়ির সামনে অবস্থান নেন।
এ সময় ইমরান খান এক ভিডিও বার্তার মাধ্যমে তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান বলেন, ‘আমরা জেল ভরে ফেলব, তারা লুকানোর জন্য জায়গা খুঁজে পাবে না।’
মুলতানে পিটিআই কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ হুমকি-ধমকি দিচ্ছে উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি এমন কাজ করে, তাহলে কি মানুষ তাদের ঘৃণা করবে না?’
পিটিআই নেতা মুসারাত জামশাইদ চিমা বলেন, সরকার যদি পিটিআই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করে, তবে গোটা জাতি রাস্তায় নামবে। তিনি বলেন, ইমরান খানের বাড়ির সামনে অবস্থান নেওয়া সব নারী নিরাপত্তার স্বার্থে হাতে লাঠি রেখেছিলেন। এসব নারী অপরাধী নন, তারা সম্ভ্রান্ত পরিবারের। তিনি বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করা সহজ কাজ হবে না। তারা জেলে ভরো আন্দোলন শুরু করতে পারেন বলেও উল্লেখ করেন চিমা।
আপনার মূল্যবান মতামত দিন: