ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাদের দ্রুত সহযোগিতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ: তুরস্ক স্বাস্থ্যমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০৬

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে: তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোকা দ্রুত সহযোগিতার জন্য ‘সৌদি আরবকে ধন্যবাদ’ জানিয়েছে।বাদশাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাকশন এবং সৌদি রেড ক্রিসেন্টের একটি প্রতিনিধিদলের সাথে অংশ নিয়ে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তুর্কি মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের অনুরোধে সৌদিআরবের দ্রুত সহযোগিতার প্রশংসা করেন, এসময় তিনি সৌদি সরকার এবং সৌদি জনগণকে ধন্যবাদ জানান, যারা তুর্কি ও সিরিয়ার ভাইদের পাশে দাঁড়িয়েছেন তারা সৎ এবং মহৎ ব্যক্তি বলেও অভিহিত করেন।

অন্যদিকে,সৌদি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত স্থানে মানবিক কাজ করার জন্য সৌদি চিকিৎসা কর্মীদের তুরস্কের সরকার কর্তৃক প্রদত্ত সুবিধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, যে সৌদি ত্রাণ বিমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান অব্যাহত রেখেছে ।



আপনার মূল্যবান মতামত দিন: