ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চুরির দায়ে সুদানে তিন ব্যক্তির হাত কাটার রায়

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : চুরির দায়ে সুদানের তিন নাগরিকের হাট কাটার রায় দিয়েছে দেশটির একটি আদালত। প্রায় এক দশকে সুদানে চুরির দায়ে এমন শাস্তি দিল আদালত।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, অভিযুক্ত তিনজনের বয়স ২০ এর কোটায়। সুদানের সবথেকে জনবহুল শহর অমদুরমানে এই তিন ব্যক্তিকে গ্যাস সিলিন্ডার চুরিতে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দুই সপ্তাহ আগে এই রায় হলেও এটা প্রকাশ্যে আসলো এখন। দোষী এই তিন ব্যক্তিকে অসদাচরণের জন্য তিন বছরের কারাদণ্ড এবং চুরির জন্য ৩ হাজার পাউন্ড ( ২০ লাখ সুদানি পাউন্ড) জরিমানাও করা হয়েছে।

দোষীদের উত্তর খার্তুমের কপার কারাগারে নেওয়া হয়েছে; সেখানে তাদের শাস্তি কার্যকর করা হবে। তবে কখন শাস্তি কার্যকর করা হবে তা এখনও জানা যায়নি। এই কারাগারে বন্দী আছেন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির। ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

আদালতের রায়ে দোষীদের আইনজীবী সামির মকিম বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও জনগণের অধিকারের কোনো পরিবর্তন আসেনি দেশে।’ সুদানে চরমপন্থা ফিরছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: