ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গ্রীনকার্ডের নকশা বদলালো যুক্তরাষ্ট্র

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৩

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাছে সোনার হরিণ নামে খ্যাত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীনকার্ড)এর নকশা বদলানো হয়েছে। একই সাথে নকশা বদলানো হয়েছে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। গত ৩০ জানুয়ারি থেকে ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের গ্রীনকার্ড সরবরাহ করতে শুরু করেছে। নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীনকার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। দেখতেও আগের গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।

ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ বলেছেন, ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সীর স্টকে থাকা পূরনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিট পুরনো কার্ডেই ইস্যু হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: