
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ২।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পাপুয়া প্রদেশের রাজধানী শহর জয়পুরা থেকে এক কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।
জয়পুরার দুর্যোগ সংস্থার প্রধান আসাপ খালিদ এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিকম্পের সময় একটি ভবন ধসে পড়ে। এ সময় একটি রেস্টুরেন্টে চারজন আটকা পড়েছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, দুই থেকে তিন সেকেন্ড ধরে প্রবলভাবে অনুভূত হয় ভূমিকম্পটি। ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প রেকর্ড করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: