
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
এদিকে সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে সেনা অভিযান চালিয়ে বড় ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন স্বাধীন-সার্বভৌম দেশ ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে বড় ভুল করে ফেলেছেন। তিনি ইউক্রেনের মানুষকে হেয় প্রতিপন্ন করেছেন। ইউক্রেনের মানুষ ও তাদের সেনারা সাহসের সাথে রাশিয়াকে মোকাবেলা করছে।’
ন্যাটো প্রধান আরও বলেন, ন্যাটোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর জরুরি বৈঠক।
এদিকে ন্যাটোর বৈঠককে সামনে রেখে বিশ্বজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি সবাইকে রাস্তায় এসে রাশিয়া বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এই প্রথম ইংরেজিতে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধ কেবল ইউক্রেনের মানুষের বিপক্ষে নয়। এটা গোটা বিশ্বের স্বাধীনতার বিপক্ষে। বিশ্বের রাশিয়ার এই নির্মমতা থামানো দরকার।
তিনি বলেন, ‘আপনার অফিস থেকে আসুন, বাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে আসুন। আসুন শান্তির জন্যে। ইউক্রেনের প্রতীক হাতে ইউক্রেনের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের জীবন ও স্বাধীনতার পক্ষে দাঁড়ান।’
তবে ন্যাটোকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: