ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে ১৫,০০০ রুশ সেনা নিহত: ন্যাটো

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ২৩:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ২৩:৪৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে মাসব্যাপী ধরে চলা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ১৫,০০০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাটো।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউক্রেনে রুশ বাহিনীর প্রাণহানির এ হিসাব দিয়েছেন।

ন্যাটোর শীর্ষ কর্মকর্তা আরো জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার ৩০ থেকে ৪০ হাজার সেনা নিহত অথবা আহত হয়েছেন বলেই তাদের ধারণা।

গত ২ মার্চ রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানায়, যুদ্ধে এখন পর্যন্ত তাদের ৫০০ সেনা নিহত হয়েন। এরপর আরো কোনও হতাহতের সংখ্যা জানায়নি। আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা প্রাণ হারিয়েছিলেন।

ইউক্রেনও নিজেদের মৃতের বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলেন, ১৩০০ ইউক্রেনীয় সেনা মারা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: