
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা সেই কমান্ডারকে গ্রেফতার দেখাল নরওয়ের পুলিশ।
রাশিয়ার যে মানবাধিকার গ্রুপটি তাকে পালিয়ে যেতে সহায়তা করেছিল তারা জানিয়েছে, আন্দ্রে মেদভেদেভকে রাশিয়ায় ফেরত পাঠাতে পারে নরওয়ে।
অভিবাসনের দায়িত্বে থাকা নরওয়ের একজন পুলিশ কর্মকর্তা বলেন, যথাযথ নথি ছাড়া প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ জানুয়ারি মেদভেদেভ রাশিয়া সীমান্ত পার হয়ে প্রতিবেশী নরওয়েতে যান।
তার আইনজীবীর দাবি, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করার পর ওয়াগনার গ্রুপ ছেড়ে দিয়েছেন মেদভেদেভ।
মেদভেদেভকে রাশিয়া ছাড়তে সাহায্য করে দেশটির মানবাধিকার গোষ্ঠী গুলাগু। গুলাগুর প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ওসেচকিন বলেন, গত বছরের জুলাই মাসে চার মাসের চুক্তিতে ওয়াগনারে যোগ দিয়েছিলেন মেদভেদেভ। কিন্তু ইউক্রেনে কাজ করার সময় অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং যুদ্ধাপরাধের সাক্ষী হওয়ার পর ফ্রন্টলাইন ছেড়ে দেন তিনি। সূত্র: আল জাজিরা
আপনার মূল্যবান মতামত দিন: