ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানের সাথে তেল সরবরাহ চুক্তি চূড়ান্ত পর্যায়ে : রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ ২১:২৯

আল আমিন
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ ২১:২৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া শুক্রবার জানিয়েছে, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে রাশিয়া পাকিস্তানের সাথে এক ‘নীতিগত সমঝোতায়’ পৌঁছেছে। এ সময়ে উল্লেখ করা হয়, দুই পক্ষই সম্মত হয়েছে যে এর মূল্য ‘বন্ধুসুলভ দেশগুলোর মুদ্রায়’ পরিশোধ করা হবে।

সফররত রুশ জ্বালানি মন্ত্রী নিকোলায় শুলগিনভ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশনের বার্ষিক সম্মেলনে পাকিস্তানের জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকের পর, এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।

শুলগিনভ বলেন, পরিবহন, বীমা, মূল্য পরিশোধ ও পরিমাণের বিষয়গুলো সমাধানকল্পে একটি চুক্তির খসড়া তৈরি করতে আমরা ইতোমধ্যেই সম্মত হয়েছি। এই বিষয়গুলো চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রুশ ওই মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই মার্চের শেষ নাগাদ এই চুক্তির একটি সময়রেখা নির্ধারণ করেছি এবং আমরা সম্মত হয়েছি যে মূল্য পরিশোধটি বন্ধুসুলভ দেশের মুদ্রায় করা হবে। তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

তেল ও জ্বালানি পাকিস্তানের আমদানির বৃহত্তম অংশ। দেশটি বর্তমানে এক লেনদেন ভারসাম্য সঙ্কটের মধ্যে রয়েছে। পাকিস্তানের বিদেশী মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে ৪৬০ কোটি ডলারে নেমে এসেছে, যা কিনা কোনো মতে তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট মাত্র। এই আমদানির বেশিরভাগই জ্বালানি তেল।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: