ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার ৪৫ কূটনৈতিককে বহিষ্কার

আল আমিন | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৩:১৮

আল আমিন
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৩:১৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তচর সন্দেহে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে পোল্যান্ড। বুধবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমনটিই ঘোষণা করেছে।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা উপভোগ করা ‘রাশিয়ান বিশেষ পরিষেবার কর্মকর্তা’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির প্রধান ক্রজিসটফ ওয়াক্লাওয়েক পররাষ্ট্র মন্ত্রণালয়কে রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে অনুরোধ করেছেন।

সংস্থাটি বলছে, সন্দেহভাজনদের গোপন কার্যকলাপের প্রমাণ সংগ্রহ করেছে তারা। রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে একজনকে ১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পোল্যান্ড প্রজাতন্ত্র এবং তার মিত্রদের প্রতি রাশিয়ার নীতি’ এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের কারণে এত সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো প্রত্যাশিত বহিষ্কারের জবাব দেবে।

এদিকে এখন পর্যন্ত রাশিয়ার ৩০০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ বিশ্বের নানা দেশে জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উসতেঙ্কো।

তিনি জানিয়েছেন, ‘তবুও এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। প্রতিদিনই ক্ষয়ক্ষতির হার বাড়ছে। আমরা আরও নিষেধাজ্ঞা চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য রাশিয়ার আরও সম্মদ জব্দ করা। যা পুনর্গঠনে কাজে লাগবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শক্তভাবেই বিশ্বাস করি আমাদের ইউরোপে মিত্ররা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেবে।’
সূত্র: আল জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: