ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কঙ্গোতে বোমা হামলা: নিহত ১০

আল আমিন | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০২:৫৮

আল আমিন
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০২:৫৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৯ জন। রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলের কাসিন্দিতে একটি পেন্টেকস্টাল গির্জায় এ ঘটনা ঘটে।

কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠী 'এডিএফ' বোমা হামলার পিছনে রয়েছে, দেশটির সেনাবাহিনী দাবি করেছে। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উপাসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সবকিছু তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কঙ্গো সরকার এই ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


তবে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: