ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

আল আমিন | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ ০৪:২৫

আল আমিন
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ ০৪:২৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  রুশ সেনারা ইউক্রেনের সোলেদার শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত হামলা পাল্টা-হামলায় লবণ খনি সমৃদ্ধ শহরটির অধিকাংশ বাড়ি-ঘর ধসে পড়েছিল।

ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে গত কয়েক সপ্তাহ যাবত দোনবাস প্রদেশের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে মারাত্মক লড়াই চলছিল।

বিবিসির খবরে বলা হয়, রুশ সেনারা সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে ১০ কিলোমিটার দূরে অবস্থিত পাশের বাখমুত শহর দখল সহজ হবে। সোলেদার থেকে বাখমুতে সহজে কামান হামলা চালানো যাবে। এছাড়া সোলেদারে রয়েছে লবণ খনির অসংখ্য সুড়ঙ্গ। সেসব সুড়ঙ্গে নিরাপদে সেনা ও অস্ত্র মজুদ করা যাবে। তবে সুড়ঙ্গটি ঠিক কতটা বিস্তৃত এবং এগুলো দিয়ে ঠিক কতটা দূর যাওয়া যাবে সেটি নিশ্চিত নয়।

খবরে বলা হয়, সোলেদারের খনিগুলোতে রয়েছে দামি লবণ এবং জিপসাম। ফলে যে পক্ষের নিয়ন্ত্রণে খনিগুলো থাকবে সে পক্ষই সেগুলো বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারবে।


তবে রাশিয়া সোলেদারের নিয়ন্ত্রণে নিয়েছে’ এমন ঘোষণা দেওয়ার পর এখনও ইউক্রেন প্রতিক্রিয়া জানায়নি।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: