ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড

আল আমিন | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ০৩:৪৫

আল আমিন
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ০৩:৪৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট। তিনি ইরানি-ব্রিটিশ নাগরিক ছিলেন। তিনি মোহাম্মদ খাত্তামির ‘সংস্কারপন্থী সরকারের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী’ ছিলেন।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান অনলাইন বুধবার এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলিরেজা আকবরিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কারণ ‘দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে তিনি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করে আসছিলেন।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলিরেজা আকবরিকে ‘দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী’ হিসেবে বর্ণনা করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মিজান অনলাইন জানায়, “আকবরি তার গুরুত্বপূর্ণ পদের কারণে যুক্তরাজ্যের ‘সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস’- এম ১৬ এর ‘প্রধান গুপ্তচর’ হয়ে উঠেছিলেন।”

২০১৯ সালের ২ ফেব্রুয়ারি ইরানের সরকারি পত্রিকা আকবরির একটি সাক্ষাৎকার প্রকাশ করে।

সূত্র : আল-জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: