ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের ৩৫ লাখেরও বেশি শরনার্থী দেশ ছেড়েছে : জাতিসংঘ

আল আমিন | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ০৫:১৭

আল আমিন
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ০৫:১৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু।

ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলায় খারকিভের প্রায় এক হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এর অধিকাংশই আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রাশিয়ার সেনারা এখন অনবরত খারকিভে গোলাবর্ষণ করছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। এতে অন্তত ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার এখন প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত রুশ সেনাদের ভয়ে দেশটির ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে সবচেয়ে খারাপ শরণার্থী সংকটের দিকে নিয়ে গেছে।

এর মধ্যে ২০ লাখেরও বেশি শরণার্থী পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ঢুকেছে। এছাড়াও রোমানিয়া ও মলদোভায় যথাক্রমে ৫ লাখ ৪০ হাজার এবং ৩ লাখ ৬৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় বাসিন্দা আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক হচ্ছে, মাত্র এক মাসের মধ্যে দেশটির ৬৫ লাখেরও বেশি বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, দেশটির বাসিন্দাদের অন্য দেশে পালিয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ স্থানচ্যুতির গতি ও মাত্রা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। সূত্র : আল-জাজিরা

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: