ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মৌমাছির টিকা অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৩:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৩:০৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথম মৌমাছির টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই টিকা অনুমোদন দেওয়ার ফলে ফাউলব্রুডসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে মৌমাছির লার্ভাকে রক্ষা করা যাবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি।

মৌমাছিদের জন্য বিশেষভাবে এ টিকাটি তৈরি করেছে মার্কিন বায়োটেক কোম্পানি ডালান অ্যানিমাল হেলথ।

ফাউলব্রুড রোগ থেকে মৌমাছিদের রক্ষা করতে শর্তসাপেক্ষে এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যানেট ক্লেইজার বলেন, মৌমাছি রক্ষায় আমাদের টিকা একটি যুগান্তকারী আবিস্কার, পোকামাকড়ের যত্নে কিছু পরিবর্তন আনতে প্রস্তুত আছি। আমরা সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, যা পুরো বিশ্বের খাদ্য উৎপাদনকে প্রভাবিত করবে।

বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকারীদের টিকাটি ব্যবহারের জন্য প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হবে, যা ফাউলব্রুড ও ব্যাকটেরিয়া পেনিব্যাসিলাস থেকে মৌমাছিকে রক্ষা করবে।

মৌমাছির জন্য টিকাটি তৈরি করতে ডালান অ্যানিমাল হেলথের সঙ্গে কাজ করেছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কিথ ডেলাপ্লেন, তিনি বলেছেন, টিকাটি মৌমাছিকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে, ফাউলব্রুডের আক্রমণ থেকেও বাঁচাবে, একইসঙ্গে মৌমাছির মৃত্যুর হারও কমিয়ে দেবে।



আপনার মূল্যবান মতামত দিন: