
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০০ রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ছিল মাকিভা শহরের একটি ভবন, যেখানে রাশিয়ার সৈন্যদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষের দিন মধ্যরাতের দুই মিনিট পর দোনেৎস্কে ইউক্রেনের চালানো ওই হামলায় আরও ৩০০ সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে মৃত্যুর এই সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি।
ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সৈন্যদের হতাহতের ব্যাপারে ইউক্রেন যে দাবি করেছে, সেই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। তবে রাশিয়াপন্থী দোনেৎস্কের কর্তৃপক্ষ হতাহতের তথ্য স্বীকার করলেও সঠিক পরিসংখ্যান নিশ্চিত করেনি।
এদিকে, শনিবার ইউক্রেনের বিভিন্ন শহরে অনেকগুলো রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কিয়েভজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: