
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির কাছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ রক্ষার অনুরোধ জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ইউরোপ বিশেষ করে জার্মানির রাশিয়াকে চাপ প্রয়োগ করার ‘শক্তি’ আছে। আপনাদের বাণিজ্য, আপনাদের কোম্পানি এবং ব্যাংক ছাড়া এই যুদ্ধে অর্থায়ন করার অর্থ রাশিয়ার নেই।
সোমবার এক বক্তৃতায় জেলেনস্কি বিমান হামলার সাইরেনের ২০-সেকেন্ডের একটি অডিও ক্লিপ বাজিয়ে বলেন, প্রতি ঘণ্টা, দিন এবং সপ্তাহ ধরে ইউক্রেনীয়রা এই শব্দ শুনছে।
তিনি বলেন, এই শব্দের মধ্যে ইউক্রেনীয়রা বসবাস করছে, কাজ করছে, ঘুমানোর চেষ্টা করছে। এই শব্দের মধ্যে তারা ক্ষত সারানোর চেষ্টা করছে, সন্তান জন্ম দিচ্ছে এবং মৃত্যুবরণ করছে।
রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি। তিনি বলেন, দখলকারীদের জন্য কোনো ইউরো নয়। তাদের জন্য আপনাদের সব বন্দর বন্ধ করে দিন। তাদের কাছে আপনাদের পণ্য রপ্তানি করবেন না। রাশিয়াকে ইউক্রেন ছাড়তে দিতে চাপ দিন।
তিনি বলেন, আমি নিশ্চিত যে শান্তি সম্ভব। তবে এটি পৌঁছানোর জন্য আপনাদের অবশ্যই কাজ করতে হবে। সূত্র: সিএনএন
উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ (২১ মার্চ) ২৬তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহর ইতোমধ্যে রুশ বাহিনী দখল করে নিয়েছে।
রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের দুই এলাকায় আবাসিক ভবন এবং শপিং সেন্টারে গোলা হামলা করেছে রুশ বাহিনী। এতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এরপর কর্তৃপক্ষ নতুন করে কারফিউ জারির ঘোষণা দিল।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: