
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ (২১ মার্চ) ২৬তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহর ইতোমধ্যে রুশ বাহিনী দখল করে নিয়েছে।
রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের দুই এলাকায় আবাসিক ভবন এবং শপিং সেন্টারে গোলা হামলা করেছে রুশ বাহিনী। এতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এরপর কর্তৃপক্ষ নতুন করে কারফিউ জারির ঘোষণা দিল।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রাজধানীতে নতুন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন।
সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে মেয়র ক্লিটসকো জানান, সোমবার রাত ৮টায় কারফিউ শুরু হবে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত চলবে।
তিনি বলেন, কারফিউ চলাকালীন দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশনসহ কোনো প্রতিষ্ঠান চলবে না। শুধুমাত্র যাদের বিশেষ অনুমতি আছে তারাই শহরে চলাচল করতে পারবেন। সূত্র: সিএনএন
এদিকে পরাজয় স্বীকার করে মারিউপোল শহরে থাকা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে রাশিয়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ভোর ৫টার মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২১ মার্চ) সকাল ১০টার মধ্যে মারিউপোল শহরে মানবিক করিডোর চালু করতে চায়। এ জন্য কিয়েভের কাছ থেকে ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণের লিখিত সম্মতি চায় তারা। তবে মারিউপোলে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: