
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চরম মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
জাভিদ আরও বলেন, ‘রাশিয়াকে বিশ্বাস করা যায় না। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনকে একদমই না। তিনি চরম মিথ্যাবাদী। আমরা জানি তিনি বাস্তবতা আর কল্পনার পার্থক্য করতে জানেন না।’
নিজের অভিজ্ঞতা থেকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর থাকাকালীন অভিজ্ঞতা হিসেবে জানি, যখন আমরা সলসবুগেংর ঘটনার ডিল করলাম; তখন দেখেছি রাশিয়া কী হারে মিথ্যাচার করে।’
সোমবার বিবিসি রেডিও ফোরের এক অনুষ্টানে তিনি বলেন, ‘পুতিন ও রাশিয়াকে থামানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না। আমি ভয়ে আছি, বিষয়টা (রাশিয়ার ইউক্রেন অভিযান) চরম খারাপের দিকে যাচ্ছে।’
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং সেন্টারে রাশিয়ার সেনা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি বিভাগ।
সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের পোদিলস্কি জেলায় রাশিয়ার গোলা হামলার পর একটি শপিং সেন্টার এবং সংলগ্ন পার্কিং লটে রাখা গাড়িতে আগুন লাগে। আগুনের ফলে ১০ তলাবিশিষ্ট ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সবগুলো জানালা উড়ে গেছে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: