
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং সেন্টারে রাশিয়ার সেনা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি বিভাগ।
সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের পোদিলস্কি জেলায় রাশিয়ার গোলা হামলার পর একটি শপিং সেন্টার এবং সংলগ্ন পার্কিং লটে রাখা গাড়িতে আগুন লাগে। আগুনের ফলে ১০ তলাবিশিষ্ট ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সবগুলো জানালা উড়ে গেছে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ৬৩ জন দমকলকর্মী কাজ করেছেন। আগুন তৃতীয় এবং চতুর্থ তলা পর্যন্ত পৌঁছে যায়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বলেন, শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ফলে সৃষ্ট আগুনে একটি শপিং মল ধ্বংস হয়ে গেছে। কাছাকাছি আবাসিক ভবনগুলোর জানালা এবং আশেপাশে পার্ক করা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
জরুরি সেবা কর্তৃপক্ষের মুখপাত্র সিভিয়াতলানা ভোদোলাগা এএফপিকে বলেন, ভবন থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। হামলায় একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তখন কিন্ডারগার্টেন ভবনটি ফাঁকা থাকায় কেউ হতাহত হয়নি।
এদিকে ইউক্রেনের আরেক শহর সামিতে রুশ বাহিনী নতুন করে হামলা করেছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: