ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিকিমে ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০৭:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০৭:৪২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর এনডিটিভি’র।

এতে বলা হয়, সেনাবাহিনীর ৩ ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনায় পড়েছে। যেটি সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে চলে গিয়েছিল। জেমা যাওয়ার পথে একটি বাঁকের মুখে সেটি খাড়া ঢাল থেকে ছিটকে পড়ে।

এ দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়। এতে আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করছেন। এতে তিনি বলেন, ‘উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের প্রাণহানির বিষয়টি গভীর বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’



আপনার মূল্যবান মতামত দিন: