
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের অবসান চায় রাশিয়া। এটি অনিবার্যভাবে কূটনৈতিক সমাধানের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ইউক্রেনীয়দের সহায়তা করার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রপ্রধান।
ঠিক পরের দিনই এমন মন্তব্য করলেন পুতিন। তিনি বলেন, সামরিক সংঘর্ষের ফ্লাইহুইল ঘোরানো আমাদের লক্ষ্য নয়। আমরা এ যুদ্ধের অবসান ঘটাতে চাই।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে আমরা চেষ্টা করব। আর এটা যত তাড়াতাড়ি করা যায়, নিঃসন্দেহে তত ভালো।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি তা স্বীকার করে বলেছেন, যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আলোচনা করতে ইচ্ছুক পুতিন। এ ব্যাপারে সত্যিই ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তবে পরক্ষণেই একটি অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের উল্টো কথা বলেন কিরবি। তিনি অভিমত প্রকাশ করেন, পুতিন মাটিতে ও বাতাসে যা করছেন, তা এমন একজন ব্যক্তির কথা বলে যিনি ইউক্রেনীয় জনগণের ওপর সহিংসতা চালিয়ে যেতে চান। সেই সঙ্গে যুদ্ধ আরও বাড়াতে চান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর বিভিন্ন সময় তা ভিন্ন মাত্রা পেয়েছে। সূত্র: চ্যানেল২৪।
আপনার মূল্যবান মতামত দিন: