ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিমা মিত্রদের সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০৩:৩৮

আল আমিন
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০৩:৩৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  রুশ হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘আমাদের আরও অস্ত্র, গোলাবারুদ...আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন। আমাদের দীর্ঘপাল্লার অস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দরকার।’

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরকে এখন যুদ্ধের ‘কেন্দ্রস্থল’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। যুদ্ধ শুরুর ৩০০তম দিনে মঙ্গলবার বাখমুতের যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান তিনি। এ সময় যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা সেনাসদস্যদের পদক তুলে দেন জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে ইরান ও বেলারুশ।

অপরদিকে কিয়েভের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। মার্কিন প্রশাসন দেশটিকে ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের সহায়তার পরিকল্পনা সামনে এনেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপানসহ অনেক দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। সূত্র: সিএনএন

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: