ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আন্তর্জাতিক বাজারে সামান্য বেড়েছে তেলের দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ ১৯:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ ১৯:৩৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। অবশ্য তা সামান্য আকারে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল শূন্য দশমিক ২ শতাংশ বা ১৫ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৫ ডলার। এর আগের ধাপে বাড়ে ৭৬ সেন্ট।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শুন্য দশমিক ৪ ডলার বা ৩২ সেন্ট বেড়েছে ব্যারেলপ্রতি। এখন হয়েছে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৫১ ডলার। এর আগের ধাপে বাড়ে ৯০ সেন্ট। উভয়ের আগের চেয়ে ১ ডলারের বেশি বেড়েছে দাম।

ডলারের মূল্য স্থিতিশীল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্ট কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে (এসপিআর) মজুদ বাড়ানোর পরিকল্পনা ঘোষণার পর গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ দাম বাড়ে। খবর রয়টার্সের।

রুশ-ইউক্রেন যুদ্ধের পর ২০২২ সালে তেলের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। গত মার্চ মাসে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছায়। এর আগে ২০০৮ সালে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১৪৭ ডলারে উঠেছিল আন্তর্জাতিক বাজারে।

পশ্চিমা নিষেধাজ্ঞার পর ধীরে ধীরে তেলের উৎপাদন বাড়াতে শুরু করে রাশিয়া। আর এশিয়ার ক্রেতারা দেশটি থেকে তেল কেনা বাড়ায়। যার ফলে মস্কো ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা করবে বলে মত বিশ্লেষকদের।



আপনার মূল্যবান মতামত দিন: