
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এমন ইঙ্গিত দিয়েছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে নিকট ভবিষ্যতে তিনি শান্তি আলোচনার পথ দেখছে না।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘নিকট ভবিষ্যতে আমি কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আশবাদী নই।’ চলতি বছরের শেষ সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমার মনে হচ্ছে সামরিক সংঘাত চলবে। সিরিয়াস আলোচনার মোমেন্টামের জন্য আরও অপেক্ষা করতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ‘নতুন বছর ও ক্রিসমাস’ উপলক্ষে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, তারা যুদ্ধ বন্ধ করবে না। যুদ্ধ বন্ধ নিয়ে ইউক্রেন আনুষ্ঠানিক কোনো আবেদনও জানায়নি। সূত্র: সিএনএন
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: