ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনকে ৩০৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যে

আল আমিন | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০৩:২২

আল আমিন
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০৩:২২

ফাইল ছবি

 


রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে শক্তিশালী করতে ইউক্রেনের জন্য নতুন করে ৩০৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ‘১০০ হাজার রাউন্ট আর্টিলারি’।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এ ঘোষণা দেবেন।

জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতাদের একত্রিত করে। নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য এ সম্মেলন ডাকা হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: