
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে রবিবার ২৫তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত ৩৩ লাখেরও বেশি শরণার্থী দেশ ছেড়েছে। এছাড়াও প্রায় ৬৫ লাখ মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে সেনা অভিযানের পর থেকে ৩৩ লাখ ২৮ হাজার ৬৯২ বাসিন্দা ইউক্রেন থেকে পালিয়ে গেছে। আর শুক্রবারের আপডেট হচ্ছে আরও ৫৮ হাজার ৩০ জন বাসিন্দা তাদের সাথে যোগ দিয়েছেন।
ক্রমাগত বোমার বিস্ফোরণ, বিমান হামলা ও নির্বিচারে ধ্বংসের হাত থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, ‘সাহায্য দরকার, কিন্তু সেটা ভয় থামাতে পারে না। শুধুমাত্র যুদ্ধ বন্ধ করলে সেটি থামতে পারে।’
ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ নারী ও শিশু। আর যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে তারা দেশ ছেড়ে যেতে পারবেন না। কারণ তাদের সামরিক বাহিনীতে যোগদানের জন্য ডাকা হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আরও বলেছে, গত বুধবার পর্যন্ত আরও এক লাখ ৬২ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে, যারা তৃতীয় অন্য কোনো দেশের নাগরিক। এছাড়াও আরও লক্ষাধিক বাসিন্দা রয়েছে, যারা নিজেদের ঘর-বাড়ি ছেড়েছে। তবে তারা ইউক্রেনের সীমান্তের মধ্যে রয়েছে। সংঘাতের আগে ইউক্রেনের সরকার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে তিন কোটি ৭০ লাখ বাসিন্দা বসবাস করতেন।
রাশিয়ার সেনা অভিযানের পরে ইউক্রেনীয়রা পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া এসব দেশে আশ্রয় নিয়েছেন।
খবর: আল-জাজিরা/রয়টার্স/গালফ টাইমস/ফক্স নিউজ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: