ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভুল পথ বেছে নিয়েছে

আল আমিন | প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ০৩:০৮

আল আমিন
প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ০৩:০৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস  জনসন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৫ তম দিনে গড়িয়েছে রুশ অভিযান।

বিগত ২৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। 

এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু। 

রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস  জনসন বলেছেন, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভুল পথ বেছে নিয়েছে। বরিসের মতে, এটা ভালো আর মন্দের লড়াই।

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার প্রতি নিন্দা জানাতে চীনকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে, রাশিয়ার স্বৈরতন্ত্রও পাহাড় চূড়ায় উঠেছে। আমি মনে করি মানুষের জন্য পুতিনের অপরাধ ক্ষমা করা অসম্ভব হয়ে পড়ছে।’তাই চীনের প্রতি বেড়ায় বসে না থেকে রাশিয়ার এমন কাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েচছেন বরিস জনসন।

এদিকে আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, ‘খেরসনে শত্রুর একটি হেলিকপ্টার পুড়িয়ে দেওয়া হয়েছে।’

এরপরই ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মোরদভিচ রাশিয়ার অষ্টম গার্ডের কমান্ডার মারা গেছেন।’

এখন পর্যন্ত ৫ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, তারা বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: বিবিসি


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: