ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাইজেরিয়ায় মসজিদ থেকে ১৯ জনকে অপহরণ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০১:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০১:০৪

ছবি : সংগৃহীত

আন্তার্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির উত্তর-পশ্চিমের প্রত্যন্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রবিবার স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, গত শনিবার মাগরিবের নামাজের সময় কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে গুলি চালিয়ে ইমাম ও অন্য মুসল্লিদের আহত করা হয়। আমাদের পুলিশ সদস্যরা দস্যুদের ধাওয়া করে ছয়জন মুসল্লিকে উদ্ধার করে। বাকি ১৩ জনকে উদ্ধারের প্রচেষ্টা চলমান রয়েছে।

এই অপরাধী চক্র স্থানীয়ভাবে দস্যু নামে পরিচিত। তাদের তৎপরতার কারণে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার বাসিন্দারা তটস্থ থাকেন। গ্রামে হামলা চালিয়ে এই দস্যুরা গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে এবং জিনিসপত্র লুটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়। মুক্তিপণ দেওয়ার পর বন্দীরা ছাড়া পান। চক্রটি বিশাল রুগু বনে আস্তানা গড়ে তুলেছে। এই বনটি কাতসিনাসহ উত্তর-পশ্চিম নাইজেরিয়ার চারটি রাজ্যে বিস্তৃত।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে পার্শ্ববর্তী কাদুনা রাজ্যের বিভিন্ন গ্রামে দস্যুদের একের পর এক হামলায় ১৫ জন নিহত হন। আহত হন কয়েকজন। সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: