ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দখলকৃত দোনবাস এলাকা সফর করবেন রুশ প্রেসিডেন্ট

আল আমিন | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০২:১১

আল আমিন
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০২:১১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : উপযুক্ত সময়ে দখলকৃত দোনবাস এলাকা সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কবে পুতিন সে সফর করবেন তার সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

সম্প্রতি দোনবাসসহ কয়েকটি এলাকা ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে।

গতকাল শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে জানান, দোনবাস রাশিয়া ফেডারেশনের অংশ এবং অবশ্যই সেখানে সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেসকভ গণমাধ্যমকে এই তথ্য জানালেও ঠিক কবে পুতিন সে সফর করবেন তার সুনির্দিষ্ট তারিখ জানাননি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। সংঘাত বন্ধের জন্য মাঝে মাঝে কিছু উদ্যোগ লক্ষ্য করা গেলেও তা যথেষ্ট নয়। এরমধ্যে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য শর্ত দিয়েছেন।

জবাবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যেকোনো সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন কিন্তু ইউক্রেন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করবে না।

পেসকভ আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য সব সময় আলোচনা করতে প্রস্তুত রয়েছেন।

সূত্র : ডেইলি মেইল।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: