
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা অব্যাহতভাবে বিশ্বের খাদ্য নিরাপত্তা দিয়ে যাব।
দেশটির রাজধানী কিয়েভে শনিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠকে এ কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।
জেলেনস্কি বলেন, যত বাধাই আসুক, ইউক্রেন বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সরবরাহ করে যাবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র মানুষগুলো অনাহারে থাকবে।
জেলেনস্কি বলেন, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া ও ইয়েমেনসহ ২০টির মতো দেশে ১৫ কোটি ডলার মূল্যের খাদ্যশস্য রপ্তানি করা হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে এই অর্থ সংগ্রহ হয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে কিয়েভের উদ্যোগ শুধু ফাঁকা বুলি নয়।
জেলেনস্কি আরও বলেন, দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে ইউক্রেনের বন্দর দিয়ে অন্তত ৬০টি খাদ্যশস্যের জাহাজ যাবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: