ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা: নিহত ১০

আল আমিন | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ ০২:৫৯

আল আমিন
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ ০২:৫৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।

কারাগারে গত বছর এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হয়। আগের দাঙ্গার ঘটনার পরিকল্পনাকারী সন্দেহভাজন দুই আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেওয়া হচ্ছে, সরকার এমন কথা জানানোর পরপরই রাজধানী কুইতোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেধে যায়।

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই আসামিকে অন্য কারাগারে নেওয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। তিনি আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সঙ্গে জড়িত ছিলেন।

অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গণ ও করিডোরে দুই আসামির হাত বাঁধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।

পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে। প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। এদিকে ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।


সূত্র : এএফপি, আল-জাজিরা


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: