ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পূর্বের সুপারপাওয়ার ধরে রাখার সক্ষমতা রাশিয়ার আছে

আল আমিন | প্রকাশিত: ১৮ মার্চ ২০২২ ০৩:২৭

আল আমিন
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২ ০৩:২৭

দিমিত্রি মেদভেদ

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পর যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা দেশগুলো রাশিয়ার নেতা, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা প্রদান করছে।

পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়াকে ‘বিশ্ব থেকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছে’। রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র রুশভীতি ষড়যন্ত্র জারি রেখেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে দিমিত্রি মেদভেদে বলেছেন, পূর্বের সুপারপাওয়ার ধরে রাখার সক্ষমতা রাশিয়ার আছে। সূত্র: রয়টার্স

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিরক্তিকর রুশভীতি পুঞ্জীভূত করে রেখেছে। রাশিয়া যেন যুক্তরাষ্ট্রের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় এজন্য তারা এমন করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আশা কখনো পূরণ হবে না। শত্রুকে জায়গামতো রাখার শক্তি রাশিয়ার আছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট পূর্বে বলেছিলেন, পশ্চিমাদের সঙ্গে মস্কোর কূটনৈতিক সমঝোতার প্রয়োজন নেই। মেদভেদে আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের ঠিক করে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে মস্কো আক্রমণ চালিয়ে যাবে।

উল্লেখ্য, দিমিত্রি মেদভেদ ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ সচিবের দায়িত্বে রয়েছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: