ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২০২৪ নির্বাচনে আবারো প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ২১:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ২১:২১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রাতে দেশটির অন্যতম অঙ্গরাজ্য ফ্লোরিডায় এক জনাকীর্ণ সভায় তিনি এই ঘোষণা দেন।

সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন।

ইতিমধ্যে ট্রাম্পের এক সহযোগী গতকাল ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কয়েক শ সমর্থকের উপস্থিতিতে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ এ সময় সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।



আপনার মূল্যবান মতামত দিন: