
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের যুদ্ধে উভয় পক্ষের এক লাখ করে মোট দুই লাখ সেনা হতাহত হয়েছে বলে মনে করছেন মার্কিন শীর্ষ জেনারেল।
ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, এই সংঘর্ষে প্রায় ৪০ হাজার বেসামরিক লোক মারা গেছে। পশ্চিমাদের দেওয়া পরিসংখ্যানে এটিতেই সবচেয়ে বেশি উল্লেখ করা হলো। খবর বিবিসির।
মার্ক মিলি বলেন, কিয়েভ ‘একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে’ মস্কোর সঙ্গে পুনরায় আলোচনায় বসতে ইচ্ছুক।
সাম্প্রতি ভ্লাদিমির পুতিনকে আলোচনা পুনরায় শুরু করার আগে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে এমন শর্তে মস্কোর সঙ্গে ইউক্রেন আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে।
কিন্তু নিউইয়র্কে এক বক্তৃতায় জেনারেল মিলি বলেছেন, ‘যেকোনো আলোচনা সফল হতে হলে রাশিয়া ও ইউক্রেনকে ‘পারস্পরিক স্বীকৃতিতে’ পৌঁছাতে হবে যে—যুদ্ধকালীন বিজয় সামরিক উপায়ে অর্জন করা নাও যেতে পারে এবং তাদের অন্য ভাবনা ভাবতে হবে।’
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন কয়েক লক্ষ ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: