
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ বাহিনী তার দেশের ৫০ এলাকায় হামলা চালিয়েছে। সোমবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি রুশ বাহিনীর এ হামলার কথা জানান। খবর আনাদোলুর।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলা সত্ত্বেও রুশনিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন।
তিনি বলেন, সব জায়গায় রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের বাধার মুখে পড়ছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তেমন শক্তিশালী নয় বলেও শিকার করেছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন কয়েক লক্ষ ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: