ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নভেম্বরের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০০:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০০:১২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, চলতি নভেম্বর মাসের ১৫ তারিখে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে দাঁড়াবে।

১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ৪০০ কোটি। ৪৮ বছরে দ্বিগুণ জনসংখ্যা বেড়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে, এটা এমন একটি মাইলফলক যা আমরা উদযাপন করতে পারি। আমাদের জনসংখ্যার এই বৃদ্ধি দারিদ্র্য এবং লিঙ্গ বৈষম্য হ্রাস, স্বাস্থ্যসেবাতে অগ্রগতি এবং শিক্ষার বর্ধমান প্রবেশাধিকারসহ মানবতার ক্ষেত্রে নানা অর্জনের সাক্ষী।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম বলেন, ‌‘৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা বলে কেউ কেউ উদ্বিগ্ন। আমি এখানে বলতে চাই, এই সংখ্যা কোনো ভয়ের কারণ নয়’।



আপনার মূল্যবান মতামত দিন: