ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুশ হামলায় ইউক্রেনের ৫০০ বাসিন্দা নিহত

আল আমিন | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ০৫:০০

আল আমিন
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ০৫:০০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরে এই শহরটিতে রুশ বাহিনী তুমুল গোলাবর্ষণ করছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এখন পর্যন্ত রুশ হামলায় ৫০০ জন নিহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত রুশ হামলায় ইউক্রেনের অন্তত ৬৯১ জন বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত এক হাজার ১৪৩ জন। বিবিসি।

এদিকে রাজধানী কিয়েভে দুই দিনের কারফিউ চলার মধ্যেই স্থানীয় সময় আজ বুধবার সকালে শহরটির বিভিন্ন আবাসিক ভবনে বোমা হামলা হয়েছে। হামলার পর কয়েকটি ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ২১ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: