ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গিনিতে বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০২:৪৮

আল আমিন
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০২:৪৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাচ্ছিল। কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

সরকার জানায়, এ বাস দুর্ঘটনায় ২৪ জনেরও বেশি নিহত ও আরো অনেক মানুষ আহত হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা কবিনেত ককা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সাথে ধাক্কা খায়।

ফরাসি সৈন্য বাহিনীর লেফটেন্যান্ট ফৌলি সুমাহ জানান, ‘লাশগুলো কোনোমতে সনাক্ত করা গেছে।’

সূত্র : বাসস

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: