ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ০৪:৩৪

আল আমিন
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ০৪:৩৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান ২১তম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে উউকেনের অনেক শহর রাশিয়ার দখলে চলে গেছে। উভয় দেশেরই অনেক লোক যুদ্ধে প্রাণ হারিয়েছে।

অনেক দেশের নেরতাদের সঙ্গে রাশিয়ার আলোচনা হয়েছে যুদ্ধ নিয়ে। তবে ইউক্রেনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, প্রয়োজনে বাইডেনের সঙ্গে পুতিন কথা বলতে প্রস্তুত।

বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিদের বলেন, প্রয়োজনে দুই নেতারে মধ্যে যোগাযোগ হতে পারে। নিষেধাজ্ঞার অর্থ যোগাযোগ বন্ধ নয়।

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মঙ্গলবার রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: